শনিবার, ১ মার্চ, ২০১৪

দেখে নিন আপনার ফেসবুক জীবন দেখে নিন

ফেসবুকে আপনি আছেন! তা আপনার ফেসবুক জীবন কত বছর হল? আচ্ছা, খেয়াল করেছেন আপনার ফেসবুকের জীবন দিয়ে কত গঙ্গা বয়ে গিয়েছে! সুখ, দুঃখ, রাগ, আবেগ-অনুভূতির কত ছবি আপনি আপলোড করেছেন।
আপনার আপলোড করা সেইসব ছবিতে কত কথা ধরে রাখা আছে। সেইসব ছবিগুলো আসলে আপনার আয়নার মত। ওইসব ছবিগুলো যদি একসঙ্গে আপনার চোখের সামনে পরপর চলতে থাকে, তাহলে কখন যেন কয়েকটা মুহূর্ত আপনার কতগুলো দিন, কত মাস, কতগুলো বছর এক নিমেষে চলে আসে।
ফেসবুকের নতুন টুল ঠিক সেই কাজটাই করেছে (এ লুক ব্যাক)। মাত্র ৬২ সেকেন্ডের মধ্যে আপনার প্রোফাইলে আপলোড করা সব ছবি ভিডিও আকারে দেখতে পাওয়া যাবে। যবে থেকে আপনি ফেসবুকে আছেন তখন থেকে আপনার আপলোড করা সব ছবি দেখা যাবে সেই ভিডিওতে।
আপনার ভিডিও দেখুন এই লিঙ্কে ক্লিক করে  FACEBOOK LOOKBACK
এর পাশাপাশি আপনার সবচেয়ে বেশী `লাইক`পাওয়া ছবিকে আপনি ফের দেখে নিতে পারবেন। আপনার ফেসবুক জীবনের এই ভিডি সবার সঙ্গে শেয়ারও করতে পারবেন। আর হ্যাঁ, দারুণ একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকে আপনার ছবি দেখতে দেখতে আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন।
আপনার এই ভিডিওটিকে নিজের মতো করে এডিট করতে পারেন। তার হেল্প পেতে ক্লিক করুন এই লিঙ্কে Help FACEBOOK LOOKBACK
ক দিন আগেই হয়ে গেল ফেসবুকের ১০ বছরের জন্মদিন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ নিজে এ টুলের কথা ঘোষণা করে বলেন, এটা একটা ছোট্ট উপহার।

শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৪

আইপি এড্রেস অনুসন্ধান করা


ইমেইল দাতার আইপি অনুসন্ধান :

আপনার মেইলবক্স খুলুন। তার থেকে যেকোন একটি ইমেইল খুলুন। Reply-তে ক্লিক করুন। এবার Show original এ ক্লিক করুন। এখন যে তথ্যগুলো আসবে সেগুলো খুব ভালোভাবে খেয়াল করুন। সেখানেই আপনি হয়ত ইমেইল দাতার আইপি দেখতে পাবেন। কিন্তু gmail থেকে যদি কেউ আপনাকে মেইল করে তাহলে এই পদ্ধতি অনুসারে আপনি আইপি খুজে পাবেন না। এখন উপায়? হ্যা হ্যা অস্থির হবেন না। এক্ষুনি তা বলছি।
আসলে মূল ব্যাপারটি হচ্ছে gmail সবসময় https ব্যবহার করে। আমরা সাধারনত ওয়েবসাইটের এড্রেসে দেখতে পাই http যার সম্পূর্ণ রূপ হচ্ছে Hyper Text Transfer Protocol. আর https হচ্ছে এই http এর secured রূপ। আশা করি বুঝতে পেরেছেন। যার কারনেই জিমেইলে আপনি আইপি খুজে পাবেন না। এখন যেই পদ্ধতিটির কথা আপনাদের বলব সেটি হচ্ছে প্রায় সব ধরনের ইমেইল এড্রেস (ইয়াহুমেইল, জিমেইল, এমএসএন ইত্যাদি) থেকে আইপি বের করার পদ্ধতি।
প্রথমেই http://readnotify.com সাইটটি খুলুন।
এরপর এখানে রেজিষ্ট্রেশন করুন।
এখন আপনি যার ইমেইল এড্রেস অনুসন্ধান করতে চান তার বরারব একটি মেইল লিখুন। এবার ইমেইল টু সেকশন এরিয়ায় লিখুন victim’semailid.rednotify.com
পাঠিয়ে দিন। যখন সে ইমেইলটি পড়বে তখন স্বয়ংক্রিয়ভাবে আপনার রিডনোটিফাই একাউন্টে তার আইপি চলে আসবে। আসলে রিডনোটিফাই একটি স্বয়ংক্রিয় লুকানো ছবি আপনার ইমেইলের সাথে ঐ ব্যাক্তি বরাবর পাঠিয়ে দেয়। যার ফলে আপনি তার আইপি পেয়ে যান। পদ্ধতিটি খুব কাজের।

অবস্থান অনুসন্ধান :

আমরা তো আইপি পেলাম এবার দেখব কিভাবে ঐ ব্যাক্তির অবস্থান সম্পর্কে জানা যায়। অর্থাৎ ব্যাক্তিটি কোন দেশের কোন শহরে আছে তা জানা।
প্রথমেই http://www.ip2location.com সাইটটি খুলুন।
এই সাইটটির খালি ঘরে আপনার কাঙ্খিত আইপি এড্রেসটি বসিয়ে দিন আর মজা দেখুন।
আপনি যার সাথে চ্যাটিং করছেন তার অবস্থান জানা :
আপনি যার সাথে চ্যাটিং করছেন তাকে তার আইপি সম্বন্ধে জিগ্যেস করুন। সে বললে তো বলতে হবে আপনার ভাগ্য সুপ্রসন্ন। আর না বললে কি করবেন? একটু অপেক্ষা করুন বলছি।
এখানে একটি ব্যাপার উল্লেখ করার মত আর তা হচ্ছে আগে আমরা একটি কমান্ডের সাথে পরিচিত হয়েছিলাম। netstat -n এর কথা মনে আছে? হ্যা এই কমান্ডটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইন্টারনেটে যতগুলো কানেকশনের সাথে যুক্ত আছেন ঠিক ততগুলোর তথ্যই এই কমান্ডটির মাধ্যমে পাওয়া যাবে। আরেকটু ভেঙ্গে বলছি। ধরুন, মনে করুন আপনি ফেসবুকে,জিমেইলে এবং টেকটিউনসে একই সঙ্গে প্রবেশ করে আছেন। উপরের কমান্ডটি এই তিনটি সার্ভার সম্পর্কেই আপনার কাছে তথ্য সাপ্লাই করবে। বর্তমানে ইন্টারনেটে এক এক ব্যাক্তি চ্যাটিং এর এক এক পন্থা ব্যবহার করে। যেমন : ICQMessenger, MSN MessengerYahoo Messenger, Gtalk, Meebo, Gigsby, AIM ইত্যাদি। তাহলে বুঝুন কতটুকু ঝামেলার কাজ করতে যাচ্ছেন আপনি? আর এ কারনেই নিচে ধাপে ধাপে কয়েকটি ক্ষেত্র দেয়া হল। লক্ষ করুন।

ক্ষেত্র-১

যদি আপনি ICQ Messenger এ চ্যাট করেন আর সেখানের কারও অবস্থান জানতে চান তাহলে এ পদ্ধতিটি কাজে লাগান। ICQ Messenger এর কাজ করার ধরন হচ্ছে (আপনি->আপনার বন্ধু->আপনি) এইভাবে। তাই কারও আইপি সংগ্রহ করা এক্ষেত্রে খুব সহজ কাজ। মনে করুন আপনি কারও আইপি জানতে চাচ্ছেন তাহলে তাকে হিট করুন কিন্তু চ্যাটিং শুরু করবেন না। এবার Start->Run->cmd->netstat -n
এন্টার দিন। যে আইপিগুলো আসবে তা কোন রাফ কাগজে লিখে রাখুন। এবার আপনি তার সাথে চ্যাটিং আরম্ভ করুন। আবার Start->Run->cmd->netstat -n
এন্টার দিন। এবার আপনি সেখানে নতুন একটি আইপি দেখতে পাবেন। আর এই ব্যাক্তির সাথেই আপনি এখন চ্যাটিং এ ব্যাস্ত। এবার কিভাবে তার অবস্থান বের করবেন তা নিশ্চয়ই আর বলে দিতে হবে না।

ক্ষেত্র-২

.::: Yahoo MessengerMSN MessengerGTalk Messenger এর ক্ষেত্রে :::.
উপরোক্ত মেসেন্জারগুলোর কাজ করার ধরন হচ্ছে (আপনি-মেসেন্জারের সার্ভার-আপনার বন্ধু) এইভাবে। এখানে যদি আপনি ক্ষেত্র-১ এর পদ্ধতি কাজে লাগান তাহলে আপনি মেসেন্জারের আইপি পাবেন, ব্যাক্তির না। এইক্ষেত্রে আপনি চালাতে পারেন সোস্যাল ইন্জিনিয়ারিং। যদিও এটা নিয়ে পরবর্তী অধ্যায়ে আলোচনা হবে তথাপি এখানে কিছু পরিচিতি দেয়া হচ্ছে। সোস্যাল ইন্জিনিয়ারিং হচ্ছে কাউকে বোকা বানিয়ে তাকে হ্যাকিং করা। আর এই মেসেন্জারের ক্ষেত্রে (মনে রাখবেন অধিকাংশ মেসেন্জারই এই কাজটি করে থাকে) আপনি আপনার সাথে চ্যাটিংকৃত ব্যাক্তিটিকে বলুন আপনার কাছে কোন ফাইল পাঠাতে বা তাকে আপনি কিছু পাঠাতে পারেন, সেটা হতে পারে কোন ছবি বা আপনার ছবি। যদি সে রাজি হয় তাহলে ক্ষেত্র-১ এর পদ্ধতি চালিয়ে যান। যখন আপনি তার সাথে চ্যাটিং করবেন তখন আপনি অতিরিক্ত যে আইপি এড্রেসটি দেখতে পাবেন সেটি হচ্ছে মেসেন্জারের আইপি আর যখন সে আপনার কাছে কোন কিছু পাঠাবে তখন আরেকটি নতুন আইপি দেখতে পাবেন, সেটি হচ্ছে তার আইপি। এছাড়াও আরও একটি উপায় আছে তা হল, আপনি তাকে আপনার কাছে একটি মেইল পাঠাতে বলতে পারেন। যখনই সে মেইল পাঠাবে আপনি রিডনোটিফাই পদ্ধতি চালিয়ে যান যা আগে বলা হয়েছে। কোন প্রশ্ন?

ক্ষেত্র-৩

.::: Meebo, Gigsby, Trillion ইত্যাদি মাল্টি চ্যাটিং ইন্জিনের ক্ষেত্রে :::.
এক্ষেত্রে কোন পদ্ধতি নেই। শুধু এতটুকুই করা যায় তা হল আপনি বলতে পারেন আপনাকে মেইল করতে আর আপনি রিডনোটিফাই পদ্ধতি চালাতে পারেন। আসলে কারও আইপি পাওয়া তেমন কঠিন কাজ নয় আর এটা তেমন বড় ধরনের কাজও নয়। আইপি এড্রেসের ব্যাপারে বলতে গেলে অনেক কথা বলতে হয়। আইপি এড্রেস রয়েছে বিভিন্ন ধরনের। আবার সেখানে সাবনেট আইডি এবং হোস্ট আইডি নামক ব্যাপার রয়েছে। এছাড়াও আপনি একটি ওয়েবসাইট শুধু আইপি এড্রেস লিখেই প্রবেশ করতে পারেন যদিও সেখানে হেক্সা ট্রান্সফার এবং কোস্ট্রা ট্রান্সফার নামক ব্যাপার থেকেই যায়। কিন্তু বিশ্বাস করুন এতকিছু এখন আর আপনার করা লাগবে না। আপনি শুধুমাত্র একটি কমান্ডের সাহায্যেই আপনার আইপির নারিনক্ষত্র বের করতে পারবেন। পদ্ধতিটি অনুসরন করুন।
Start->Run->cmd->ipconfig/all
এন্টার চাপুন। সকল তথ্য এখন আপনার সামনে চলে আসবে। এছাড়াও inconfig/series কমান্ডটিও ব্যবহার করা যায় তবে netstat -n এটিই প্রসিদ্ধ।
আজ এ পযর্ন্তই

ফেসবুক থিম চেঞ্জ করুন এবার গুগল ক্রোমে। খুব সহজেই।

আমরা সবাই কমবেশি ফেসবুক ব্যাবহার করি। কিন্তু ফেসবুকের নীল সাদা রঙ দেখতে দেখতে আমরা ক্লান্ত। তাই নিজের পছন্দ মত থিম দিয়ে সাজিয়ে ফেলুন আপনার ফেসবুক কে। এটা শুধু মাত্র গুগল ক্রোম ব্যাবহার কারিদের জন্য। তো শুরু করা যাক…
স্টেপ ১-  গুগল ক্রোমে প্রবেশ করুন। ক্রোম  store এ যান।
সার্চ বার এ লিখুন  STYLISH EXTENSION.

goggle2
রেজাল্ট আসলে নীচের ছবি তে দেখানো extension টা add করুন।

google 3
স্টেপ ২- অ্যাড করার পর Settings> Extension. তারপর নীচের ছবি গুলো অনুসরণ করুন।

goggle 4

2014-02-21_184508


ব্যাস এবার আপনি আপনার পছন্দ মত থিম অ্যাড করুন।

goggle 5




পিসি অফ না করেই রাতে ঘুম? এবার পিসি নিজে নিজেই অফ হবে আপনি রাতে ঘুমিয়ে গেলেও


এই ছুটিতে তো আমার মত অনেকেই আছেন অনেক রাত পর্যন্ত কম্পিউটার এ বসে থাকেন, মুভি দেখেন। তাই না? আমি ল্যাপটপ কোলে নিয়ে মুভি দেখতে থাকি, দেখতে দেখতে ঘুমিয়ে যাই। ল্যাপটপ বেচারা সারারাত চলতে থাকে। আমার মনে হয় আমার মত আরো অনেকেই আছেন যারা রাতে কম্পিউটার অন রেখে ঘুমিয়ে যান এবং সকালে উঠে আফসোস করেন।
undefined
আপনাদের জন্যই নিয়ে এসেছি আজকের এই ট্রিক টি। এখন রাতে কম্পিউটার অন রেখে ঘুমিয়ে গেলে কম্পিউটার ও আপনার সাথে ঘুমিয়ে যাবে। বেচে যাবে আপনার বিদ্যুৎ খরচ সাথে বাচবে আপনার কম্পিউটার এর প্রাণ ও! তাহলে চলুন দেখে নেয়া যাক এই কাজের কাজী ট্রিক টি…
এই ট্রিক টির জন্য আমরা কোন সফটওয়্যার ব্যবহার করবো না। আমরা উইন্ডোজ এর ডিফল্ট একটি প্রোগ্রাম ব্যবহার করে এই কাজ টি করবো। উইন্ডোজ এর সেই ডিফল্ট প্রোগ্রাম টি হল Task Scheduler. এর সাহায্যে আমরা উইন্ডোজ কে কমান্ড দিবো, যেন আমরা ঘুমিয়ে গেলে উইন্ডোজ নিজে নিজে বন্ধ হয়ে যায় :D
কিন্তু উইন্ডোজ বুঝবে কি করে যে আপনি ঘুমিয়ে গেছেন? এখনকার কম্পিউটার তো এতটা বুদ্ধিমান না। আমরা এই কাজ টি একটু অন্য ভাবে করবো।আমরা উইন্ডোজ কে বলবো যদি আমার কম্পিউটার ৩০ মিনিট ধরে আইডল থাকে, অর্থাৎ কম্পিউটার টি ৩০ মিনিট ব্যবহার না করা হয় তাহলে বুঝবে আমি ঘুমিয়ে গেছি এবং কম্পিউটার অফ করে দিবে। তাহলে চলুন দেখে নেই, উইন্ডোজ কে কিভাবে আমরা এই কমান্ড দিবো।
Task Scheduler ওপেন করতে আপনার উইন্ডোজ এর স্টার্ট মেনু তে যান। সেখান থেকে কন্ট্রোল প্যানেল এ যান। কন্ট্রোল প্যানেল থেকে Administrative Tools ওপেন করুন।
নতুন একটি উইন্ডো ওপেন হবে, সেখান থেকে Task Scheduler ওপেন করুন।
undefined
Task Scheduler উইন্ডো এর ডান পাশে Create Task এ ক্লিক করুন।
এখানে আপনার টাস্ক এর জন্য একটি নাম দিন। নিচের মত করে সেটিং করুন।
undefined
এবার Triggers ট্যাব এ যান এবং New বাটন এ ক্লিক করুন। এই উইন্ডো তে শিডিউল সেটাপ করুন। এখানে এমন একটি সময় নির্বাচন করুন যেটি মধ্য রাত হয়।
এবার Actions ট্যাব এ যান। প্রোগ্রাম বক্স এ shutdown লিখুন। আরগুমেন্ট বক্স এ /s দিন। আপনি যদি আপনার পিসি ফোর্স শাটডাউন করতে চান, অর্থাৎ রানিং সব অ্যাপ অফ করে উইন্ডোজ শাটডাউন করতে চান তাহলে /s /f লিখুন।
undefined
এবার Conditions ট্যাব এ যান। এবার আপনার কম্পিউটার আইডেল এর সময় ঠিক করুন। আপনার কম্পিউটার কত সময় আইডল থাকলে এই টাস্ক রান হবে, কত সময় পরে আইডল হবে ইত্যাদি।
undefined
সর্বশেষ Settings ট্যাব এ গিয়ে নিচের মত ক্রএ সেটিং করে নিন। যদি এই টাস্ক টি ফেইল হয় তবে কয়বার চেষ্টা করবে, কতখন পরপর চেষ্টা করবে ইত্যাদি।
undefined
বেস! এবার ওকে করে বেরিয়ে আসুন। আর কোন ঝামেলা নেই। এবার প্রতি রাতে আপনি ঘুমিয়ে গেলে আপনার পিসি ও ঘুমিয়ে যাবে আপনার সাথে :D

গুগল এডসেন্স আবেদনের পূর্বে যে ১০ টি কাজ করবেন?

আমরা সবাই জানি, গুগল এডসেন্স থেকে অনেকেই মোটা অংকের টাকা আয় করছে। তবে বর্তমানে গুগলের নিয়ম নীতি আপডেটের পর গুগল এডসেন্স একাউন্ট পাওয়া আরো বেশী কঠিন হয়ে গেছে। আজকে আমি আলোচনা করবো, সোনার হরিণ গুগুল এডসেন্স প্রোগ্রামে অংশ গ্রহণ জন্য আবেদন করার পূর্বে যে ১০টি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মনে রাখবেন গুগুল কিন্তু বিজনেস করার জন্যই আপনার অপেক্ষা করছে। এডসেন্স টিমও আপনার জন্যই অপেক্ষা করছে.. ।
গুগুল এডসেন্স একাউন্ট সীল
আবেদেন করার পূর্বে কোন ১০টি বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখেতে হবে: নিচে বিস্তারিত আলোচনা করা হল।:
১. প্রাইভেসি পলিসি(Privacy Policy):
ব্লগারা সাধারণত যে ভুলটি করে থাকে তা হলো- প্রাইভেসি পলিসি(Privacy Policy), নিজেদের আলসামী, প্রাইভেসি পলিসি(Privacy Policy)সমন্ধে না জানার কারণে অনেকেই ব্লগে প্রাইভেসি পলিসি(Privacy Policy) যোগ করেন না। যার কারণে আপনার ব্লগ এডসেন্স একাউন্ট পাওয়ার যোগ্য হলেও, গুগল সরাসরি রিজেক্ট করে থাকে। অনেক ব্লল্গার Privacy Policy যোগ করতে চরম অনীহা প্রকাশ করে। কিন্তু এটি আহমারী কিছু নয়। খুব সহজেই online privacy policy creator এর মাধ্যমে খুব সহজেই প্রাইভেসি পলিসি(Privacy Policy)তৈরি করতে পারে। এটি বানানোর জন্য আপনাকে কোন উকিল বা বিজ্ঞ ব্যক্তির কাছে ধরণা দিতে হবে না। আপনার ব্লগে প্রাইভেসি পলিসি(Privacy Policy) থাকা থাকা খারাপ কিছু নয়।প্রাইভেসি পলিসি(Privacy Policy)ব্লগের পাঠকের কাছে বর্ণনা করে যে, তারা আপনার ব্লগে থেকে কি পাবে? তাই যদিও এটি আহমারী কিছু নয়, তবে এডসেন্স একাউন্ট আ্যাপ্রুভাল এর ক্ষেত্রে এর প্রভাব যথেষ্ট।
২. About Page :
গুগল এডসেন্স একাউন্ট পেতে হতে About Page আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। About Page এ আপনি(লেখক) এবং আপনার ব্লগ সর্ম্পকিত বিষয় গুলো তুলে ধরতে হবে। About Page এর সাহায্যে পাঠকরা আপনার সমন্ধে জানতে পারবে এবং আপনার ব্লগটি সবার কাছে আরো বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।
৩. যোগাযোগ ফরম (Contact Us Page):
আমরা সবাই জানি, সবারই কিছু প্রশ্ন, মতামত আছে। যেমুন – আপনি একটি নতুন সফটওয়্যার সমন্ধে একটি বিশদ আর্টিকেল লিখলেন। কিন্তু পাঠকদের মনে আরো কিছু প্রশ্ন থেকে গেল! এখন বাকী প্রশ্নগুলোর কে উত্তর দেবে। উত্তর গুলো আপনাকেই দিতে হবে! তাই পাঠকদের সাথে যোগাযোগ রক্ষা, প্রশ্নাত্তর, পাঠকদের মতামত ইত্যাদি বিষয় গুলোর সাথে সরাসরি যুক্ত হওয়ার জন্য আপনাকে যোগাযোগ ফরম (Contact Us Page)আপনার ব্লগে যোগ করতে হবে।আরেকটি সুস্পষ্ট বিষয় মনে রাখবেন, গুগল এডসেন্স শুধু মাত্র মানি মেকিং মেশিন না, এডসেন্স টিম দেখতে চাই আপনার ব্লগটি পাঠকদের সাহায্য করছে কিনা। এক কথায়, ইউজার ফ্রেন্ডলি কি না?
৪. নাম এবং ইমেল যাচাই( Name, Email Verification):
যোগাযোগ ফরম (Contact Us Page), About Page এ আপনার নাম এবং ইমেল যোগ করুন। যা সহজেই গুগল এডসেন্স টিম Verification করতে পারে। কারণ ইদানিং, স্প্যাম, বট দিয়েও অনেকই গুগল এডসেন্স একাউন্ট এর জন্য আবেদন করে থাকে।
৫. এজ ভেরিফিকেশন (Age Verification):
গুগুল এডসেন্স টিম কখনো টিনএজারদের আবেদন গ্রহণ করে না। আপনার বয়স যদি ১৮ এর নিচে হয় তাহলে অবশ্যই এডসেন্স একাউন্টের আবেদন থেকে বিরত থাকবেন। এজ ভেরিফিকেশন (Age Verification) একটি মজার বিষয়। অনেকেই এই বিষয়টির জন্যই রিজেক্টেড হয়। তাই ভালোমতো খেয়াল করুন, আপনি যে, আবেদনটি করতে যাচ্ছেন তাতে আপনার বয়স ১৮+ হচ্ছে কি না। এক্ষ্রেত্রে ফেক এজ ব্যবহার করতে পারেন। তবে যদি কোন সময় গুগুল আপনার জাতীয় পরিচয় পত্র, বার্থসর্টিফিকেট চাই, তাহলে এর জন্য আমি দায়ী থাকবো ন।
৬. সর্বনিন্ম পোষ্ট:
গুগল এডসেন্স একাউন্ট আবেদনের জন্য, ব্লগে ঠিক কতগুলো পোষ্ট লিখতে হবে তা সুষ্পষ্টভাবে কোথাও উল্লেখ নাই। অনেকেই ৫০০+ পোষ্ট থাকা সত্ত্বেও রিকেক্টড হয়েছেন। আবার ১০+ পোষ্ট লিখেও আবেদন গ্রহণ করা হয়েছে। প্রশ্ন হলো আপনি কতগুলো পোষ্ট লিখবেন? এটি আমার নিজস্ব মতামত:
প্রথমিক ভাবে আবেদনের জন্য ৫০+ পোষ্ট থাকলেই চলবে। কিন্তু একটি কথা সবসময় মনে রাখবেন, মানসম্মত পোষ্ট, নো কপিপেষ্ট, সবকিছুই ইউনিক হতে হবে। সবসময় ৫০০+ ওয়ার্ড লিখার চেষ্টা করবেন।
৭.  কনটেন্ট টাইপ (Content Type):
গুগল এডসেন্স
কি ধরণের লিখা/পোষ্ট/আর্টিকেল/ আপনার ব্লগে প্রকাশ করছেন, এটি এটি সমন্ধে অবশ্যই সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করতে হবে। ব্লগে এমন কিছু প্রকাশ করুন যা বাস্তবতার সাথে সর্ম্পকিত। পর্ণোগ্রাফিক (Pornographic), নিষিদ্ধ জিনিস পত্র (Illegal Items), ড্রাগ (Drugs)টপিক গুলো থেকে দূরে থাকুন। এছাড়া অন্য ভাষায়(Non English Blog)রচিত ব্লগ, ৩০০ শব্দের(word)নিচে পোষ্ট প্রকাশ করা থেকে বিরত থাকুন।
৮. ব্লগ ডিজাইন:
কোয়ালিটি কনটেন্ট এর পরই যে বিষয়টি আসে তা হলো ব্লগের ডিজাইন। ব্লগের ডিজাইনে অবশ্যই expertise > experience  >  Professionalism তিনটি বিষয়ের ছাপ থাকতে হবে। তার মানে যতটা সম্ভব ব্লগ ডিজাইনটা প্রফেশনাল মানের হতে হবে। কিন্তু ডিজাইন করার সময় অবশ্যই ব্লগ লোডিং টাইম বিবেচনায় রাখবেন।
৯. টপ লেভেল ডোমেন (Top Level Domain):
২০১০ সালের আগেও ব্লগস্পট ব্ল দিয়ে গুগল এডসেন্স একাউন্ট অনুমোদন করো যেত, এখন সেই যুগ শেষ। ব্লগস্পট ব্লগ হলে অবশ্যই আপনার একটি কাষ্টম ডোমেন (Top Level Domain) থাকতে হবে।অন্যথায়, আবেদন করে কোন লাভ নেই।
ক. বর্তমানে সাবডোমেনে এডসেন্স একাউন্ট এপ্রুভ হয়না।
খ. টপ লেভেল ডোমেন (Top Level Domain) ব্যবহার করুন।যেমুন. .com, .net, .org ….
গ. .com.bd  অথবা .in কান্ট্রিকোড সম্মলিত ডোমেন নেম ব্যবহার থেকে বিরত থাকুন।
(বি: দ্র: এশিয়ার বিভিন্ন দেশে এডসেন্স একাউন্ট আবেদন করার পূর্বে আপনার ওয়েবসাইট এর বয়স অবশ্যই ৬ মাস হতে হবে।)
১০. অন্য বিজ্ঞাপন নেটওয়ার্ক (Other Ad Networks):
এডসেন্স একাউন্ট এর জন্য আবেদন এর সময় অন্য বিজ্ঞাপন নেটওয়ার্ক (Other Ad Networks)এর এড ব্যবহার থেকে বিরত থাকুন। Chitika, Clicksor এর মতো বিজ্ঞাপন নেটওয়ার্ক (Other Ad Networks)এর এড ব্যবহার করেন তাহলে আবেদন করার সময় তা সরিয়ে ফেলুন।
(যদিও গুগুল এডসেন্স টিম অন্য বিজ্ঞাপন নেটওয়ার্ক (Other Ad Networks)এর এড নিয়ে কোন প্রকার ঝমেলা করেনা, কিন্তু আবেদনের সময় আপনার সর্বচ্চো সতর্কতা অবলম্বন করা উচিত।)

Windows টিপসঃ পেনড্রাইভের সাহায্যে উইন্ডোজ ইনস্টল ও পার্টিশন ছাড়াই নতুন ড্রাইভ তৈরি পেনড্রাইভের সাহায্যে…



ইউএসবি পেনড্রাইভকে বুটেবল করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা খুবই সহজ। ডিভিডি রম-সুবিধা না থাকলে বা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে বুটেবল পেনড্রাইভ একটি ভালো সমাধান। কমপক্ষে ৪ গিগাবাইট অথবা তার চেয়ে অধিক ধারণক্ষমতাসম্পন্ন একটা পেনড্রাইভ হলেই চলবে। এটি করতে উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করার পর সার্চ বক্সে cmd লিখলে যে প্রোগ্রামটি আসবে, তাতে রাইট বাটন ক্লিক করে Run as administrator হিসেবে ওপেন করুন, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ডায়ালগ বক্স এলে ইয়েস চাপুন। এবার কমান্ড প্রম্পট উইন্ডো চালু হলে তাতে diskpart লিখে এন্টার চাপুন। ডিস্কপার্ট অবস্থায় এলে list disk লিখে এন্টার চাপলে আপনার সিস্টেমে যেসব ড্রাইভ সংযুক্ত আছে, তার লিস্ট ও পাশেই সাইজ দেখাবে। এখানে একটা বিষয় ভালোভাবে খেয়াল রাখতে হবে। সাধারণত আপনার হার্ডডিস্ক হবে Disk 0, যার সাইজ গিগাবাইটে দেওয়া আছে। নিচেই পাবেন আপনার পেনড্রাইভ Disk 1 অথবা Disk 2 এ রকম, যার সাইজ মেগাবাইট আকারে পাবেন। এখান থেকে আপনার পেনড্রাইভটি সঠিকভাবে চিহ্নিত করতে হবে। Disk 1 আপনার পেনড্রাইভ হলে select disk 1 অথবা Disk 2 হলে select disk 2 লিখে এন্টার চাপুন। এরপর clean লিখে এন্টার চাপতে হবে। তারপর create partition primary লিখে এন্টার চাপলে পার্টিশন তৈরি হবে। এবার ড্রাইভটি ফরমেট করতে হবে। লিখুন format fs=ntfs quick এবং এন্টার চাপুন। ফরমেট হতে সামান্য একটু সময় নেবে। এটাই শেষ ধাপ। active লিখে এন্টার চাপুন। তারপর exit লিখে বের হয়ে আসুন। বুটেবল পেনড্রাইভ তৈরি হয়ে গেল। এখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ভিডিডি (Windows Vista, 7, 8 অথবা 8.1) থেকে সব ফাইল কপি করে পেনড্রাইভে পেস্ট করে দিন। ইমেজ ফাইল বা ISO ফাইল থাকলে সেটাকে উইনরার, উইনজিপ অথবা সেভেন-জিপ—যেকোনো একটা দিয়ে এক্সট্রাক্ট করে পেনড্রাইভে কপি করতে হবে। যে কম্পিউটারে ওএস ইনস্টল করতে হবে, তাতে পেনড্রাইভ প্রবেশ করিয়ে মেশিন চালু করে বুট মেন্যু থেকে পেনড্রাইভ বা রিম্যুভেবল ডিস্ক নির্বাচন করে দিন। উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে।
পার্টিশন ছাড়াই নতুন ড্রাইভ
নতুন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার দেখা যায় ড্রাইভ থাকে মাত্র একটি বা দুটি। তাই অনেক সময় প্রয়োজন পড়তে পারে একাধিক ড্রাইভের। আসুন তৈরি করি একাধিক ড্রাইভ কোনো সফটওয়্যার ছাড়াই এবং আমাদের প্রয়োজন মিটিয়ে নিই।
প্রথমে My Computer-এ ডান বাটন ক্লিক করে Manage-এযান। এবার Disk Management-এ ক্লিক করুন। যে ড্রাইভকে ভেঙে একাধিক ড্রাইভ করতে চান সেই ড্রাইভে ডান বাটন ক্লিক করে Shrink Volume-এ ক্লিক করুন। কী আকারের ড্রাইভ বানাতে চান তা লিখুন। এবার New volume-এ ক্লিক করুন। এরপর Next-এ ক্লিক করে ড্রাইভ লেটার দিন। ড্রাইভের নাম পরিবর্তন করতে চাইলে তা লিখুন এবং Next-এ ক্লিক করুন। দেখুন আপনার ড্রাইভ তৈরি হয়ে গেছে।